পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম জুবায়েদ হোসাইন, তিনি জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, “আরমানিটোলার পানির পাম্প গলিতে এক বাসার সিঁড়িতে জুবায়েদের মরদেহ পাওয়া গেছে। ওই বাসায় তিনি টিউশনিতে যেতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।”
জানা গেছে, জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “একজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি, যা অত্যন্ত দুঃখজনক। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশকে ঘটনাস্থলের সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে বলা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।”
ঘটনাটি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ বা জড়িত কারও পরিচয় জানা যায়নি।









