একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদেরকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।
রোববার (২৬ অক্টোবর) বিটিআরসি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল বা মালিকানা হস্তান্তর না করলে কমিশন নিজ উদ্যোগে ওই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করে দেবে।
গ্রাহকরা নিজের নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন খুব সহজেই — মোবাইল থেকে *16001# ডায়াল করে জাতীয় পরিচয়পত্রের শেষ চার সংখ্যা লিখে ‘সেন্ড’ করলে তথ্য পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনেক গ্রাহকের নামে দীর্ঘদিন ধরে একাধিক সিম সক্রিয় রয়েছে, যা কখনও কখনও অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত হতে পারে। এই ঝুঁকি কমাতে ও সিম ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এক এনআইডিতে সিম নিবন্ধনের সীমা ১০টিতে নির্ধারণ করা হয়েছে।
নিজের নামে অতিরিক্ত সিম পাওয়া গেলে গ্রাহককে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে গিয়ে তা বাতিল বা মালিকানা পরিবর্তনের আবেদন করার পরামর্শ দিয়েছে বিটিআরসি।








