তারেক রহমান

সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে

ষ্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনমনে তৈরি হওয়া সংশয় ও সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কি না— সে শঙ্কা এখন উড়িয়ে দেওয়া যায় না।”

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন তারেক রহমান।

জাতীয় নির্বাচন নিয়ে জনগণের উদ্বেগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “পরাজিত পলাতক স্বৈরাচারের শাসনামলে জনগণের নির্বাচনে কোনো আগ্রহ ছিল না। অথচ বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে জনগণের মনে প্রশ্ন উঠছে— যথাসময়ে নির্বাচন হবে কি না? এমন পরিস্থিতি তো হবার কথা ছিল না।”

তারেক রহমান অভিযোগ করেন, বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল শুরু হয়েছে। তিনি বলেন, “উদ্বেগের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও এখন বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার ও ষড়যন্ত্র চোখে পড়ছে।”

তিনি আরও বলেন, “প্রতিনিয়ত নতুন নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে জটিল করে তোলা হচ্ছে। তবে আমি বিশ্বাস করি, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।”

বিএনপির অতীত রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “শুধু বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। গত ১৫ বছরে দেশের নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।”

তিনি আরও দাবি করেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের শিকার হলেও জনগণের আস্থা ও ভালোবাসা দলের সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে।

তারেক রহমান বলেন, “দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য রক্ষায় সর্বোচ্চ ছাড় দিয়েছে। গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথে থেকেছে এবং অন্তর্বর্তী সরকারকেও যথাসাধ্য সহযোগিতা করছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *