রাজশাহীতে জমি দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে দুজন নিহত ও আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নীচ খানপুর গ্রামের আমান মণ্ডল (৩৬) ও নাজমুল মণ্ডল (২৬)। আহতরা হলেন একই গ্রামের মুনতাজ মণ্ডল (৩২) ও রাবিক হোসেন (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চলের জমির দখল ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল দুই পক্ষের মধ্যে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জমিতে খড় কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে চারজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

নিহতদের পরিবারের অভিযোগ, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’ জমির দখল নিতে এ হামলা চালায়। নীচ খানপুর গ্রামের বেলাল হোসেন বলেন, “আমরা খড় কাটছিলাম, হঠাৎ কাকন বাহিনীর সদস্যরা অস্ত্র নিয়ে এসে গুলি ছুড়তে শুরু করে। গুলিতে চারজন আহত হন, তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান।”

তবে এ ঘটনায় ‘কাকন বাহিনী’র কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মণ্ডল জানান, মুনতাজের শরীরে শতাধিক, রাবিকের শরীরে প্রায় ৮০টি, নাজমুলের শরীরে ৩৫টি এবং আমানের মাথাসহ শরীরের পাঁচ স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবহৃত অস্ত্রগুলো পিস্তল ও রাবার বুলেট হতে পারে।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।” আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *