দেশের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, নতুন টেলিকম পলিসি বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাবে।
সোমবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এ তথ্য জানান।
তিনি বলেন, “নতুন টেলিকম নীতি কার্যকর হলে গ্রাহকদের ইন্টারনেট খরচ সরাসরি বাড়বে। বর্তমানে ৫০০ টাকার প্যাকেজের ক্ষেত্রে খরচ বাড়বে ১০০ টাকা এবং এক হাজার টাকার সংযোগে খরচ বাড়বে প্রায় ২০০ টাকা।”
আমিনুল হাকিম আরও বলেন, “যদি বর্তমান টেলিকম পলিসি সংশোধন না করা হয়, তাহলে বাংলাদেশের ডিজিটাল খাত কার্যত শাটডাউনের মুখে পড়বে। তাই আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি।”








