মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পিআর নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে : মির্জা ফখরুল

ষ্টাফ রিপোর্টার

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে আন্দোলনের আড়ালে নির্বাচন বিলম্বের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১২ অক্টোবর) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক স্মরণসভায় তিনি এই মন্তব্য করেন। সভায় তিনি বলেন, দীর্ঘদিন ধরেই নির্বাচন সংস্কার নিয়ে আলোচনা চলছে। তবে সংস্কার কমিশন যে প্রস্তাব দিচ্ছে বা যে সিদ্ধান্ত নিয়েছে—তাদের বেশিরভাগ দাবি বিএনপির ৩১ দফা-তেই অন্তর্ভুক্ত আছে।

মির্জা ফখরুল বলেন, “সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) সম্পর্কে জনগণের মধ্যে স্পষ্ট ধারণা আছে কি না তা প্রশ্নফলক। পিআর নিয়ে যে আন্দোলন হচ্ছে—তার মূল উদ্দেশ্য নির্বাচনের সময়নিকাল লম্বা করা। 일부 রাজনৈতিক দল এ প্রস্তাব আগেভাগে এনেছে; এটি কমিশনের প্রস্তাব নয়। জনগণ পিআর চাপিয়ে নেবে—এমন ভাবনা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।”

তিনি আরো বলেন, আগামী ১৭ অক্টোবর সনদে স্বাক্ষর করা হবে; যেসব বিষয়ে একমত না হওয়া যায় সেগুলো নির্বাচনের সময় ম্যান্ডেটের মাধ্যমে সমাধান করা হবে। জনগণ এমন নির্বাচন দেখতে চায় যেখানে তারা নির্বিশেষে গণতান্ত্রিক অংশগ্রহণের মাধ্যমে তাদের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করতে পারবে।

বিএনপি মহাসচিব মন্তব্য করেন, সাবলীল ও স্বতন্ত্র প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে জনগণই পরীক্ষিত দলকে নির্বাচন করবে। তিনি যোগ করেন, “দেশে গণতান্ত্রিক অধিকার ও ইতিহাস রক্ষার জন্য জনগণের ঐক্য ও সচেতনতা দরকার; ষড়যন্ত্র থাকলেও তা পরাজিত করার ক্ষমতা জনগণেরই আছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *