উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচনে দায়িত্ব পালনকালে কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সিইসি বলেন, “নির্বাচন কমিশন কোনো চাপের কাছে নত হবে না। আমরা আইন অনুযায়ী কাজ করব এবং আইনসম্মত নির্দেশনাই দেব। বেআইনি কোনো নির্দেশনা নির্বাচন কমিশন দেবে না।”
দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীলতার অভাবের কারণে প্রশাসনিক জটিলতা ও অনিয়মের সংস্কৃতি তৈরি হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, “এই পরিস্থিতি বদলাতে হলে সবার আগে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের ‘রুল অব ল’ বা আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে—‘রুল বাই ল’, অর্থাৎ শাসন করার জন্য তৈরি আইন নয়।”
তিনি আরও বলেন, “নির্বাচনকালীন যেকোনো দায়িত্বই পড়ুক না কেন, তা ন্যায়সঙ্গত, আইনসম্মত, নিরপেক্ষ এবং পেশাদারভাবে পালন করতে হবে। কোনো অবস্থাতেই রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কাছে মাথা নোয়ানো যাবে না।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না। পরিস্থিতি বুঝে আগেভাগেই প্রস্তুতি নিতে হবে, যাতে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায়।”
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “শেখার কোনো শেষ নেই। এই প্রশিক্ষণ থেকে যা অর্জন করবেন, তা শুধু নির্বাচনে নয়, পুরো কর্মজীবনেই কাজে লাগবে। এই জ্ঞান অন্যদের কাছেও ছড়িয়ে দিতে হবে।”
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি জোরদার করেছে এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।









