আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শিক্ষক সমাজকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘আন্তর্জাতিক শিক্ষক দিবস’-এর মহাসমাবেশে তিনি এ আহ্বান জানান। বিএনপি-সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও প্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণ ও চাকরি জাতীয়করণের দাবিতে এ সমাবেশের আয়োজন করে।
বিএনপি মহাসচিব বলেন, “আজ গভীর ষড়যন্ত্র চলছে—নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ যেন তা করতে না পারে, সে বিষয়ে শিক্ষক সমাজকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। শিক্ষকদের ভূমিকা এই লক্ষ্য অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ফখরুল জানান, শিক্ষকদের সব দাবি বিএনপির ৩১ দফা কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, “আপনারা আমাদের সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবেন, যেন তারা নৈতিকতার ভিত্তিতে আধুনিক শিক্ষা ব্যবস্থার ধারক-বাহক হতে পারে।”
সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, এবং সঞ্চালনা করেন অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা বক্তব্য রাখেন।
এছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আফরোজা বেগম রীতাসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।








