দূষিত শহরের তালিকায় ফের দ্বিতীয় স্থানে ঢাকা

ষ্টাফ রিপোর্টার

জলবায়ু পরিবর্তন ও নানা মানবসৃষ্ট কারণে বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকার বাতাসকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সম্প্রতি কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে আবারও দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬৬, যা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়।

একই সময়ে তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর, যার স্কোর ২০৬। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে সেনেগালের রাজধানী ডাকার ও পাকিস্তানের করাচি। পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৫৪।

একিউআই সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুমান ভালো ধরা হয়। ৫১–১০০ সহনীয়, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর এবং ১৫১–২০০ অস্বাস্থ্যকর। ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর আর ৩০১-এর ওপরে গেলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

ঢাকার বায়ুদূষণ দীর্ঘদিন ধরেই জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। ২০১৯ সালে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ প্রতিবেদনে ঢাকার দূষণের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয় ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ও শ্বাসতন্ত্রের সংক্রমণ বেড়ে যাচ্ছে। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষ বায়ুদূষণজনিত কারণে মৃত্যুবরণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *