টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার সাহাব উদ্দিন সরকার রোডের এক গলিতে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল আহসান জিহাদ (২১)। তিনি টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে জিহাদ তার মায়ের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে কলেজের ফি রকেটের মাধ্যমে পরিশোধ করতে বের হন। পথিমধ্যে সাহাব উদ্দিন সরকার রোডের গলিতে প্রবেশ করলে ৪-৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। জিহাদের সঙ্গে থাকা বন্ধু রহমান ও আরিফ হোসেন সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও জিহাদ একা পড়ে যান।

এরপর ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় জিহাদ ছিনতাইকারীদের ধাওয়া করার চেষ্টা করলে অধিক রক্তক্ষরণে ফুটপাতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গভীর রাতে এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “ছুরিকাঘাতে জাহিদুল আহসান নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনার পর আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং বিশ্লেষণ চলছে। ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *