জুলাই সনদে ‘গণঅভ্যুত্থান’কে ভিত্তিমূল হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি এনসিপির

ষ্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই সনদে গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল হিসেবে সংযোজন করতে হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে একটি সরকারি আদেশ জারি করে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের স্বাক্ষরে একটি আদেশ দিতে হবে, যার অধীনে গণভোট অনুষ্ঠিত হবে। এই বিষয়ে সময়সীমা নিয়ে আমরা নির্দিষ্ট কোনো অবস্থান নিচ্ছি না।”

তিনি জানান, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় এনসিপি এখন পর্যন্ত তাতে স্বাক্ষর করেনি।

এনসিপি নেতা আরও বলেন, “জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক সমঝোতা নয়, এটি একটি আইনগত দলিল হতে হবে। সনদ বাস্তবায়নের জন্য সরকার যদি আনুষ্ঠানিক আদেশ জারি করে, তাহলে এনসিপি স্বাক্ষর বিবেচনা করবে।”

তিনি দাবি করেন, এনসিপির আপসহীন অবস্থানের কারণেই জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সরকারের কাছে সুপারিশ করেছে।

গণভোট নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, “গণভোট আগে হবে না পরে—এই বিতর্ক আসলে বিএনপি ও জামায়াতের মধ্যে একটি মন্দযুদ্ধ। এই তর্ক-বিতর্কে জাতিকে জড়ালে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি হবে।”

তিনি আরও জানান, গণভোটের পর নির্বাচিত ‘রিফর্ম অ্যাসেম্বলি’ গঠিত হলে তা একইসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংসদের নিয়মিত আইন প্রণয়নের কাজ পরিচালনা করবে।

সংবাদ সম্মেলনে এনসিপি সরকারের প্রতি তিন দফা আহ্বান জানায়—

  • জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়া (প্রস্তাব–১)’ অবিলম্বে গ্রহণ করে সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা।
  • সংবিধান সংস্কার বিলের খসড়া প্রণয়ন ও প্রকাশের উদ্যোগ নেওয়া।
  • জুলাই সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তিসম্পন্ন আদেশ সরকার গ্রহণ করলে, এনসিপি সনদে স্বাক্ষরের বিষয়ে অগ্রসর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *