চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাদের বরাতে জানা যায়, এরশাদ উল্লাহ মনোনয়ন পাওয়ার পর হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে দলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ঘটনাস্থলে পৌঁছেছেন।
এরশাদ উল্লাহ সম্প্রতি ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায় চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী হিসেবে মনোনীত হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে কয়েকজন সিনিয়র নেতা বাদ পড়ে নতুন মুখদের সুযোগ দেওয়া হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলীয় নেতারা এরশাদ উল্লাহর ওপর হামলার নিন্দা জানিয়েছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন।









