চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে একটি কনসার্টে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। এতে মো. শরীফ (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হন। তিনি খুলশি থানার ডেবারপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। এছাড়া আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তার পরিচয় এখনো নিশ্চিত নয়।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা একটি কর্পোরেট অনুষ্ঠানের আয়োজন করে, যার অংশ হিসেবে কনসার্টের আয়োজন করা হয়েছিল। তবে কনসার্টের জন্য আলাদা অনুমতি নেওয়া হয়নি। অনুষ্ঠান চলাকালে কিছু উশৃঙ্খল যুবক ভাঙচুর শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং শর্টগান থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা বলেন, “হোন্ডা আয়োজিত অনুষ্ঠানে কিছু তরুণ ভাঙচুর শুরু করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, “জিইসি মোড় থেকে শরিফ নামে এক গুলিবিদ্ধ যুবককে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি ২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।”

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুরের চেষ্টা করছে একদল যুবক, আর ভেতরে অবস্থানরত পুলিশ সদস্যরা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর জামান বলেন, “জিইসি কনভেনশন হলে হোন্ডার মূল অনুষ্ঠানের অনুমতি ছিল, তবে কনসার্টের জন্য আলাদা অনুমতি নেওয়া হয়নি।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যান্ডদল আর্টসেল দুটি গান পরিবেশনের পর মঞ্চ ছাড়লে কনসার্টস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু তরুণ রাজনৈতিক স্লোগান দিলে বিশৃঙ্খলা শুরু হয় বলে তাদের দাবি। তবে পুলিশের বক্তব্য, স্লোগান নয়—কিছু উশৃঙ্খল যুবকের ভাঙচুরের কারণেই তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *