গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা চালিয়ে আট ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাপাইর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম দুলাল পাল (৫০)। তিনি কালিয়াকৈর বাজারের গ্রামীণ জুয়েলার্সের মালিক। বর্তমানে তিনি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে স্বর্ণালংকার নিয়ে বাড়ি ফিরছিলেন দুলাল পাল। পথে চাপাইর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা স্বর্ণালংকারের ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে বাধা দেন দুলাল। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা ব্যাগে থাকা আট ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *