কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের যাত্রীরা কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।








