আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ষ্টাফ রিপোর্টার

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের বাধার অভিযোগ উঠেছে। রোববার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে পুলিশ বিক্ষুব্ধ শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ প্রেস ক্লাবের দিকে অগ্রসর হলে আন্দোলনরত শিক্ষকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে, এতে শিক্ষকরা সাময়িকভাবে ছত্রভঙ্গ হলেও পরে পুনরায় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। এ সময় শিক্ষক নেতারা মাইকে সবাইকে শান্তি বজায় রেখে একত্রিত থাকার আহ্বান জানান।

এর আগে দুপুরে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠকের জন্য সচিবালয়ে যান।

প্রতিনিধি দলে ছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী, যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, মো. আবু তালেব সোহাগ, নুরুল আমিন হেলালী, আশরাফুজ্জামান হানিফ, অধ্যক্ষ আলাউদ্দিন, তোফায়েল সরকার, শান্ত ইসলাম, হাবিবুল্লাহ রাজু, প্রকৌশলী আবুল বাশার, মোহাম্মদ মিজানুর রহমান ও আজিজুর রহমান আজম।

লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষকেরা।
এর আগে, গত ১৩ আগস্ট একই দাবিতে তারা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন। তখন তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, এবং সর্বজনীন বদলির ব্যবস্থা করার দাবি জানান।

সে সময় ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরগুলোতে শিক্ষক সম্মেলনও অনুষ্ঠিত হয়।

শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *