অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

ষ্টাফ রিপোর্টার

২০২৫ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। সোমবার (১৩ অক্টোবর) সুইডেনের স্টকহোমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এ বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ এবং পিটার হাউইট। তারা উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির তত্ত্ব বিকাশ ও বিশ্লেষণে অসামান্য অবদানের জন্য এ স্বীকৃতি অর্জন করেছেন।

রয়্যাল সুইডিশ একাডেমির বিবৃতিতে বলা হয়, “এই তিন অর্থনীতিবিদের গবেষণা আধুনিক অর্থনৈতিক চিন্তায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের কাজ দেখিয়েছে, উদ্ভাবন, প্রযুক্তিগত উন্নয়ন ও প্রতিযোগিতা কীভাবে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি এবং সমাজের কাঠামোগত পরিবর্তনকে ত্বরান্বিত করে।”

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জোয়েল মোকিয়র যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত নির্ধারণে অবদানের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।

অন্য দুই পুরস্কারজয়ী—ফিলিপ আগিয়োঁ, যিনি ফ্রান্সের কলেজ দ্য ফ্রান্স, ইনসিয়াদ, এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক; এবং পিটার হাউইট, যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক। তারা যৌথভাবে সৃজনশীল ধ্বংসের (Creative Destruction) মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির তত্ত্ব বিকাশের জন্য পুরস্কৃত হয়েছেন।

একাডেমি জানিয়েছে, তাদের এই গবেষণা বৈশ্বিক অর্থনীতিতে উদ্ভাবনের প্রভাব, প্রযুক্তিগত পরিবর্তনের গতি এবং প্রতিযোগিতার ইতিবাচক ভূমিকা বোঝার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *