অবতরণের সময় মিগ-৩১ যুদ্ধবিমান বিধ্বস্ত

আজাদ নিউজ ডেস্ক

রাশিয়ার লিপেটস্ক অঞ্চলে নির্ধারিত প্রশিক্ষণ উড্ডয়ন শেষে একটি মিগ-৩১ সুপারসোনিক ইন্টারসেপ্টর বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। দুর্যোগে বিমানটির ক্রুরা নিরাপদে ইজেক্ট করেন এবং তাদের জীবনে কোনো হুমকি নেই।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাটি মস্কো সময় আনুমানিক সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঘটেছে। বিমানটি অবতরণকালে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলটদের বাধ্য হয়ে ইজেক্ট করতে হয়। বিধ্বস্ত বিমানটি জনবসতিহীন এলাকায় পড়ে এবং দুর্ঘটনার সময় বিমানটিতে গোলাবারুদ ছিল না। মন্ত্রণালয় দুর্ঘটনার নির্দিষ্ট কারণ এখনও বলেনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো স্মরণ করিয়েছে, মিগ-৩১ হচ্ছে ১৯৮০ সাল থেকে রুশ বিমানবাহিনীতে ব্যবহৃত দূরপাল্লার সুপারসনিক ইন্টারসেপ্টর। এটি প্রায় ঘণ্টায় ৩,০০০ কিমি বেগ ও প্রায় ২১,০০০ মিটার উচ্চতায় ওঠার ক্ষমতা রাখে এবং নিয়মিত টহল ও প্রশিক্ষণ মিশনেই ব্যবহৃত হয়। মিগ-৩১ কেঞ্জাল (Kinzhal) উচ্চগতির বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করার সক্ষমতা রাখে বলে জানায় সমীক্ষা—এটি রাশিয়ার দূরপাল্লার আক্রমণ কৌশলে নির্দিষ্ট ভূমিকা রাখা বিমানগুলোর অন্যতম।

উল্লেখ্য, রাশিয়ার এই দুর্ঘটনা তখনই ঘটেছে যখন একই দিন ইউক্রেনের বিরুদ্ধে বড়সড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশ্যে আসে। টেলিগ্রাম মনিটরিং চ্যানেলগুলোতে দেখা গেছে, ওই হামলার সময় রাশিয়ান বাহিনী কিনজাল ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে বলে দাবি করা হয়েছে—তবে এসব দাবি সম্পর্কে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলে নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *