রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় সব আসামির খালাস

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বহুল আলোচিত ২০১০ সালের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগর অতিরিক্ত আদালত-১ এর বিচারক মো. জুলফিকার উল্লাহ এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) কানিজ ফাতিমা। তিনি বলেন, “মামলায় মোট ১০৫ জনকে আসামি করা হয়েছিল। তাদের মধ্যে ৫-৬ জন মারা গেছেন। বাকিদের বিচার চলেছে। তবে কোনো সাক্ষী বা প্রত্যক্ষদর্শী নির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করতে পারেননি। এমনকি কোনো একক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ প্রমাণিত হয়নি। তাই আদালত সব আসামিকে খালাস দিয়েছেন।”

উল্লেখ্য, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের একটি ম্যানহোল থেকে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন রাবি ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫ জন জামায়াত-শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

দীর্ঘ তদন্ত শেষে ২০১২ সালের ২৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান আদালতে ১,২৬৯ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন। এতে জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, রাজশাহী মহানগর আমির আতাউর রহমান, রাবি ছাত্রশিবির সভাপতি শামসুল আলম গোলাপ, সম্পাদক মোবারক হোসেনসহ মোট ১১০ জনকে অভিযুক্ত করা হয়।

দীর্ঘ প্রায় ১৪ বছর পর এ মামলার রায় ঘোষণা হলো, যেখানে সব আসামি খালাস পেলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *