৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হলো ভারত-পাকিস্তান। দুবাইয়ে উত্তেজনাপূর্ণ এই লড়াই শেষ ওভার পর্যন্ত গড়ায়, আর শেষ পর্যন্ত জয় পায় সুর্যকুমার যাদবের ভারত।
রোববার রাতে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য ১৯.৪ ওভারে ৫ উইকেটে পূর্ণ করে শিরোপা জিতে নেয় ভারত। ম্যাচের নায়ক ছিলেন তিলক ভর্মা, যিনি চাপের মুহূর্তে ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান দারুণ শুরু করে। সাহিবজাদা ফারহান (৫৭) ও ফখর জামান (৪৬) মিলে ৮৪ রানের জুটি গড়েন। কিন্তু ফারহান আউট হওয়ার পর পাকিস্তান ব্যাটিং ধসে পড়ে। শেষ ৯ উইকেট যায় মাত্র ৩৩ রানে, দল থামে ১৯.১ ওভারে ১৪৬ রানে। ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৪ উইকেট।
লক্ষ্য তাড়ায় ভারতের শুরুটা ভয়াবহ ছিল। মাত্র ২০ রানে হারায় ৩ উইকেট। সেখান থেকে তিলক ভর্মা ও সঞ্জু স্যামসন মিলে গড়েন ৫৭ রানের জুটি। এরপর শিবম দুবের সঙ্গে ভর্মার ৬০ রানের জুটিতে জয় নিশ্চিত হয়।
পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ দারুণ বোলিং করেন, ৪ ওভারে ৩ উইকেট নেন। তবে তার লড়াইও রুখতে পারেনি ভারতের জয়যাত্রা।
তিলক ভর্মার শান্ত ও পরিপক্ক ইনিংসই ভারতকে এনে দিয়েছে ৪১ বছর পর পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা।









