জবিতে র‌্যাগিংয়ের অভিযোগে ৩ শিক্ষার্থী বহিষ্কৃত

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‌্যাগিংয়ের অভিযোগে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।  একই ঘটনায় আরও চার শিক্ষার্থীকে ক্লাস কার্যক্রম থেকে সাময়িক বিরত রাখা হয়েছে এবং সতর্ক করা হয়েছে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিভাগের জরুরি একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৯তম ব্যাচের শিক্ষার্থী যুবরাজ হাসান, মোসা. রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই ঘটনার জেরে ১৯তম ব্যাচের শিক্ষার্থী সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনকে ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *