৯ বছর পর দেখা, কী কথা হল দেব-শুভশ্রীর?

বিনোদন প্রতিবেদক

না, এখানে কোনও ট্রেনের কামরা নেই। আছে মঞ্চ। আলোয় মোড়ানো চারদিক। আর আছে উন্মুখ অপেক্ষায় বেশ কিছু চোখ। এই মঞ্চেই দেখা হবে তাঁদের, ৯ বছর পরে। আর সাক্ষী থাকবেন অগুনতি অনুরাগী। সকাল থেকে দক্ষিণ কলকাতার ‘নজরুল মঞ্চ’-এর বাইরে থিকথিক করছে ভিড়। প্রায় এক যুগ পরে আবার পাশাপাশি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রিয় জুটিকে এই ভাবে দেখার প্রতীক্ষাতেই তো ছিলেন তাঁরা! কিছু দিন আগে রুক্মিণী মৈত্র বলেছিলেন, “দেবের দুর্গাপুজো এ বারে সময়ের কিছুটা আগেই চলে এসেছে।” নায়কের অনুরাগীদের জন্যও এই ছবির মুক্তি পাওয়া বা প্রচার ঝলক অনুষ্ঠানে প্রিয় নায়ক-নায়িকার এক হওয়া দুর্গাপুজোর থেকে কিছু কম নয়। কেউ দেড় মাসের বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন লাইনে। আবার কেউ দেব-শুভশ্রীর গানে তাল মেলাচ্ছেন।

কখনও মঞ্চে বাজছে ‘চ্যালেঞ্জ’ ছবির গান, কখনও আবার বাজছে ‘পরান যায় জ্বলিয়া রে’র গান। গত তিন দিন ধরে মাঝে মাঝেই ‘নজরুল মঞ্চ’-এ ঢুঁ দিয়েছেন তৃণমূল সাংসদ। তদারকি করেছেন সবটা, যাতে পুরো অনুষ্ঠান নির্বিঘ্নে মেটে। শুধু কি অনুরাগীরা! এই সব কিছুর সাক্ষী থাকলেন প্রযোজক দেবের বাবা গুরুপদ অধিকারী এবং বোন দীপালি অধিকারী। একের পর এক দেব-শুভশ্রীর গান মঞ্চে। গানে গানে অনুরাগীদের সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে গেলেন নীলায়ন চট্টোপাধ্যায়।

মঞ্চে তখন ‘খোকাবাবু’র সংলাপ। ঠিক সে সময়ই বাইরে এসে দাঁড়াল দুধ সাদা মার্সিডিজ়। ৯ বছর পর দেখা হবে। গাড়ি থেকে নেমে এলেন দেব। পরনে কালো স্যুট, চোখে রোদ চশমা। লাল গালিচায় পা দিতে চারিদিকে আলোর ফুলকি। আর ‘ব্ল্যাক লেডি’ সেজে ক্যামেরাবন্দি হলেন শুভশ্রী। লাল গালিচা অবধি যদিও দুই তারকা আলাদা। কিন্তু প্রেক্ষাগৃহ ভর্তি দর্শকের মন তখন চাইছে দুই প্রান্ত যেন মিশে যায় আবার। ধৈর্যের বাঁধ ভাঙার আগে অনুরাগীদের আরও কিছুক্ষণ বসিয়ে রাখতে হাজির হলেন ভাসান বাপি ওরফে রোহন ভট্টাচার্য। তাল মেলালেন ‘রোমিও’র গানের তালে। চারিদিকে শুধুই চিৎকার। তাঁদের একসঙ্গে দেখার প্রতীক্ষা। অনুপম রায়ের গানে আরও কিছুক্ষণ ধরা থাকল উত্তেজনা।

প্রেক্ষাগৃহ অন্ধকার। দেব-শুভশ্রী এলেন মঞ্চে একসঙ্গে। মঞ্চে উঠেই দেবকে শুভশ্রীর প্রশ্ন ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে!’ ৯ বছর পর কাছাকাছি তাঁরা। প্রথম দেখা হওয়ার পরে কী কথা হল তাঁদের? মঞ্চে দেব বললেন, “আমি ওর সাক্ষাৎকারগুলো দেখছিলাম। খালি ওর হাসিটা মিস করেছি। বললাম একটু হাসো।” মঞ্চে প্রিয় জুটি কথা বলছেন আর প্রেক্ষাগৃহে উন্মাদনা আরও বাড়ছে। শুভশ্রী বললেন, “আমি আর দেব এতটা চেষ্টা করিনি এই জুটিটাকে বাঁচিয়ে রাখার। কিন্তু দর্শকের ভালবাসায় আমাদের জুটি এখনও রয়ে গিয়েছে সকলের মনে।” বহু বছর একসঙ্গে তাঁদের দেখা না গেলেও পরস্পরের খবর তাঁরা ঠিক পেয়েছেন। আর কি দেখা যাবে তাঁদের পর্দায় একসঙ্গে? সেই উত্তর কিন্তু এ দিনও অধরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *