নির্মাণ সামগ্রী ও সার্ভিসে দেশের প্রথম অনলাইন মার্কেটপ্লেস নির্মাণ বাজার ডট কম এর সাথে ট্রেডএক্সেল সিরামিক লিমিটেড এম ও ইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে । আজ ৩০ শে জুলাই সকালে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এর ফলে এখন থেকে নির্মাণ বাজার ডট কমে ট্রেডএক্সেলের সিরামিক ব্রিকসসহ বিভিন্ন সিরামমিক পণ্য পাওয়া যাবে। এসময় ট্রেড এক্সেল লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং ও সেলস মোঃ জুবায়ের আল মামুন, নির্মাণ বাজারের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আজাদ।









