donald trump

আটটির মধ্যে পাঁচটি যুদ্ধ থামিয়েছি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুল্ক আরোপের হুমকি দেখিয়ে তিনি আটটি সম্ভাব্য যুদ্ধের মধ্যে পাঁচটি ঠেকাতে সক্ষম হয়েছেন। তার দাবি, বিদেশি দেশ থেকে শুল্ক এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ আয় করছে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে।

শনিবার (২২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, “আমি শুল্কের হুমকি দেখিয়ে পাঁচটি যুদ্ধ থামিয়েছি। যদি তারা লড়াই চালাতে চায়, তবে শুল্কই হবে আমাদের হাতিয়ার।”

এর আগেও চলতি বছরের মে মাসে ভারত–পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে নিজের ভূমিকা নিয়ে একই ধরনের দাবি করেছিলেন তিনি। তবে যুদ্ধবিরতি আলোচনায় ট্রাম্পের সম্পৃক্ততা ভারত আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছিল।

পূর্বসূরি জো বাইডেনকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “এখন যুক্তরাষ্ট্রে প্রায় কোনো মুদ্রাস্ফীতি নেই।” তার দাবি, তার নেতৃত্বে মার্কিন অর্থনীতি ছিল “সবচেয়ে শক্তিশালী ও ধনী অবস্থায়”।

তিনি আরও জানান, গত ৯ মাসে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার ৪৮ বার সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে আজ “বিশ্বের সবচেয়ে ধনী, শক্তিশালী ও সম্মানিত রাষ্ট্র” করে তুলেছে তার নীতি—বিশেষ করে ৫ নভেম্বর ২০২৪ সালের নির্বাচনের আগে গৃহীত শুল্কনীতি।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *