সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এক স্ট্যাটাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ।
তিনি ফেসবুকে লিখেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। চালু হবে পরবর্তী সংসদ থেকে।’ বুধবার (২০ নভেম্বর) ফেসবুকে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ব্যাপক ভাইরাল হয়। অনেকেই আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করেছেন। আবার কেউ কেউ বলেছেন, যুগান্তকারী এক সিদ্ধান্ত।
উল্লেখ্য, বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সব্বোর্চ আদালত।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন।









