পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন আসামি

বরিশাল প্রতিনিধি

বরিশালে গ্রেপ্তার এড়াতে পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়েছে মাসুদ হাওলাদার মাসুম নামের এক মামলার আসামি। এসময় তার পরিবার ও সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ফাঁড়ির ইনচার্জসহ তিন পুলিশ সদস্য আহত হন।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর ভাটারখাল পাইকারি কাঁচাবাজার সংলগ্ন ডিসিঘাট এলাকায়।

আহতরা হলেন—স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম হোসেন, এটিএসআই জাহিদুর রহমান ও এএসআই বোরহান।

পুলিশ জানায়, হামলার ঘটনায় আসামির স্ত্রী ও ভাইসহ চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তারা হলেন—রাইজুল ইসলাম রিফা, মাসুমের ভাই মো. সোহেল হাওলাদার, বোন শিল্পি বেগম ও স্ত্রী নাসরিন জাহান রিমি।

এটিএসআই মাহবুব আলম বাদী হয়ে আটক চারজনসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলায় সরকারি কাজে বাধা, আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

ফাঁড়ির ইনচার্জ নাসিম হোসেন জানান, শুক্রবার রাতে স্টিমারঘাট এলাকায় একটি মামলার এজাহারভুক্ত আসামি মাসুমকে গ্রেপ্তার করতে গেলে তার পরিবার ও সহযোগীরা রড ও লাঠিসোঁটাসহ হামলা চালায়। এক পর্যায়ে মাসুম তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “মাসুম পালিয়ে গেলেও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *