বাংলাদেশের সঙ্গে বিবাদ চায় না ভারত: রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা বা বিরোধ চায় না বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশটির সংবাদমাধ্যম নেটওয়ার্ক১৮-এর প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রাজনাথ সিং বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। কোনো উত্তেজনা বা বিরোধের পরিবেশ তৈরি হোক, সেটা ভারত চায় না। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে তাঁর বক্তব্যের ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত, কিন্তু আমাদের নীতি সবসময়ই প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা।”

সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতন এবং নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

এরই মধ্যে ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি (সিজিসিএসসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করেছেন। এই দুই দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই শীতল, যা নয়াদিল্লিতে নতুন করে কৌশলগত আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *