হংকংয়ের মাঠে লড়াই করে ড্র বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে শেষ মুহূর্তে হেরে যাওয়ার পর এবার প্রতিশোধের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের কাইতাক ন্যাশনাল স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে দুর্দান্ত লড়াই করেও জয় পায়নি লাল-সবুজের দল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

প্রথমার্ধে ৩৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে হংকংকে এগিয়ে দেন অধিনায়ক ম্যাট অর। তবে ম্যাচের শেষ দিকে, ৮৪তম মিনিটে রাকিবুল হোসেনের গোল বাংলাদেশকে সমতায় ফেরায়।

৭৬তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে এক খেলোয়াড় হারায় হংকং, তবু ১০ জন নিয়ে ম্যাচ শেষ করে তারা। শেষ মুহূর্তে বাংলাদেশের একাধিক সুযোগ এলেও কাঙ্ক্ষিত জয় ধরা দেয়নি।

এই ড্রয়ে চার ম্যাচে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ২ পয়েন্টে। কাগজে কলমে এখনো সুযোগ থাকলেও বাস্তবে এশিয়ান কাপে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *