ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও ‘ঢালিউড কুইন’ খ্যাত অপু বিশ্বাস শনিবার (১১ অক্টোবর) উদযাপন করলেন তার জন্মদিন। ভক্তদের শুভেচ্ছা, ভালোবাসা আর আনন্দমুখর মুহূর্তে দিনটি পরিণত হয় উৎসবে।
জন্মদিনের প্রথম প্রহরেই ঘটে এক মিষ্টি মুহূর্ত। একমাত্র পুত্র আব্রাম খান জয়-কে নিয়ে কেক কেটে বিশেষ রাতের সূচনা করেন এই নায়িকা। শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে সেই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অপু বিশ্বাস।
ভিডিওতে দেখা যায়, বেগুনি রঙের কেকের সামনে মা-ছেলে বসে আছে। হঠাৎ জয় বলে ওঠে, ‘মম… হ্যাপি বার্থডে!’— ছেলের মুখে এ কথা শুনে অপুর মুখে ছড়িয়ে পড়ে উচ্ছ্বসিত হাসি। এরপর জয়কে কোলে টেনে আদর করতে করতে কেক কাটেন তিনি।
এরই মধ্যে ঘটে এক মজার দৃশ্য— কেকের মোমবাতি নেভাতে জয় বারবার ফু দিচ্ছিল, কিন্তু আগুন নিভছিল না। শেষে অপুই এক ফুয়ে মোমবাতি নিভিয়ে দেন, আর হাসতে হাসতে বলেন, ‘চলো এবার কেক কাটি!’— তারপর মা-ছেলে মিলে কেক কেটে একে অপরকে খাইয়ে দেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দেন মন্তব্যঘর। অনেকে লেখেন, “জয়ের ভালোবাসাই অপুর জন্য সবচেয়ে বড় উপহার।” সহকর্মী অনেক তারকাও শুভেচ্ছা জানান প্রিয় এই অভিনেত্রীকে।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস (প্রকৃত নাম: অবন্তী বিশ্বাস)। এক দশকের বেশি সময় ধরে তিনি ঢাকাই সিনেমায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। এখন পর্যন্ত তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ফটোশুট, ব্র্যান্ড প্রমোশন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস।
ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন আলোচনায়। ২০০৮ সালের ১৮ এপ্রিল চিত্রনায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন তিনি। ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের মাধ্যমে সেই সম্পর্ক প্রকাশ্যে আসে। তবে পরের বছর, ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি, আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে এই তারকা দম্পতির।
তবু মাঝেমধ্যেই ছেলে জয়কে ঘিরে শাকিব-অপুর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত মেলে, বিশেষ করে যুক্তরাষ্ট্র সফরের সময় তাদের একসঙ্গে দেখা গিয়েছিল— যা নতুন করে আলোচনার জন্ম দেয়।
এবারের জন্মদিনে শাকিব খানের উপস্থিতি নিয়ে অপু কিছু না বললেও ভক্তদের বিশ্বাস, “জয়ের মিষ্টি হাসিই ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর জন্মদিন উপহার।”









