ইউটিউবের বিরুদ্ধে মামলা করলেন অভিষেক-ঐশ্বরিয়া

বিনোদন প্রতিবেদক

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন ইউটিউব এবং এর মূল প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তারা ক্ষতিপূরণ হিসেবে চার লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি টাকা) দাবি করেছেন। পাশাপাশি তাদের নিয়ে তৈরি ডিপফেক ভিডিও ও এ ধরনের কনটেন্ট প্রকাশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছেন।

একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মানহানিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারের অভিযোগেই এ মামলা করা হয়েছে। অভিষেক ও ঐশ্বরিয়ার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইউটিউবে শত শত ভিডিও ও স্ক্রিনশটে তাদের ছবি ও কণ্ঠস্বর এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে ভয়াবহ, যৌন উসকানিমূলক ও কাল্পনিক বিষয়বস্তুতে উপস্থাপন করা হয়েছে।

মামলায় তারা উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন—“অভিষেক বচ্চন হঠাৎ কোনো চলচ্চিত্র অভিনেত্রীকে চুম্বন করছেন” বা “ঐশ্বরিয়া রাই বচ্চন ও সালমান খান একসঙ্গে ডিনার করছেন”—এমন ভুয়া ও মনগড়া ভিডিও।

আবেদনে তারকা দম্পতি যুক্তি দিয়েছেন, এসব ভিডিও শুধু তাদের সুনামকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং তাদের ব্যক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকারও গুরুতরভাবে লঙ্ঘন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর