salehuddin ahmed

চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক অঙ্গীকার ও রাজনৈতিক সরকারের অংশগ্রহণ ছাড়া চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, “আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন দেড় থেকে দুই টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে। আগে যারা এতে যুক্ত ছিল, তারাও আবার সক্রিয় হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যারা চাঁদাবাজি করছে তারাই ব্যবসায়ী সংগঠনের সদস্য।”

চাঁদাবাজির কারণে বাজারে পণ্যমূল্য বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, “এটা থামানো আমার মন্ত্রণালয়ের কাজ নয়। অন্তর্বর্তী সরকারও কাউকে ধরে সমস্যার সমাধান করার নীতিতে নেই।”

তবে তিনি আশা প্রকাশ করেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে।

অর্থ উপদেষ্টা আরও জানান, সরকার ব্যাংকিং খাতকে স্থিতিশীল করা, বিদ্যুৎ খাতে ভর্তুকি যৌক্তিকীকরণ এবং রাজস্ব আদায় জোরদার করার পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি আইএমএফ কর্মসূচির আওতায় বৈদেশিক ঋণের ঝুঁকি নিয়েও সতর্ক রয়েছে।

ব্যাংক খাতের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, “যদিও তারল্য সংকট ও এলসি খোলার জটিলতা ছিল, বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। আমদানি ব্যাহতকারী এলসি–সংক্রান্ত বাধাগুলো এখন অনেকটা কাটিয়ে উঠেছে। দুর্বল ব্যাংকগুলোকে টিকে থাকতে সহায়তা দেওয়া হচ্ছে, তবে অনিয়মকে ছাড় দেওয়া হচ্ছে না।”

করজালের বিস্তারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতিমধ্যেই ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ ডিজিটাল ব্যবস্থা চালু করেছে, যা কর ও কাস্টমস প্রক্রিয়া সহজ করছে। দীর্ঘদিন করের বাইরে থাকা অনেক প্রভাবশালী ব্যক্তি এবার কর নোটিশ পাচ্ছেন।

আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি প্রসঙ্গে প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, “নভেম্বর-ডিসেম্বরে টাকা পাওয়া যাবে না। অক্টোবরে রিভিউ হবে, অর্থ আসতে আসতে মার্চ-এপ্রিল হয়ে যাবে।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক পরিবেশ তুলনামূলক শান্ত রয়েছে। বড় দলগুলো নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


আপনি কি চান আমি এই সংবাদটির জন্য কয়েকটি আকর্ষণীয় শিরোনাম প্রস্তাব করি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর