হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

বিনোদন প্রতিবেদক

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম রাজধানীতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি মুগদা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আফতাবনগরের শেষ মাথায় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত হিরো আলমকে মারধর করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “আমরা খবর পেয়েছি আফতাবনগরে হিরো আলমকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি মারধর করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে আমাদের দুটি টিম পাঠানো হয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর হিরো আলমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। তার টি-শার্ট ছিঁড়ে যায় এবং মাথা ও হাতে ব্যান্ডেজ করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, অ্যাম্বুলেন্সে করে স্থানীয়রা হিরো আলমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর