বদলে গেল তারিখ, রাকসু নির্বাচন ১৬ অক্টোবর

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পিছিয়ে গেছে। আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে এ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় বর্তমান পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সভায় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অবস্থা কোনোভাবেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়।

এ প্রসঙ্গে দুটি কারণ উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথমত, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলমান থাকায় নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা সম্ভব হয়নি। দ্বিতীয়ত, নির্বাচনের জন্য দায়িত্ব পালনে পর্যাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে কমিশন সর্বসম্মতিক্রমে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *