রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে অবরোধ পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শুরু হওয়া আন্দোলনে কয়েক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
শুরুতেই শিক্ষার্থীরা জানান, তারা তিন দফা দাবিতে জাতীয়ভাবে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। আগে থেকেই কর্মসূচি ঘোষণায় বলা হয়েছিল—সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। আন্দোলন শুরুর পর নিরাপত্তা ও যানজট এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা যে তিন দফা দাবি জানিয়েছে তা হলো—
-
প্রকৌশল অধিকার আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি চালানো ও জবাই করে হত্যার হুমকি দেওয়ার মতো কর্মকাণ্ড ঘটানো ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
-
বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক দাবি সমর্থন করে যেসব কার্যক্রম পরিচালিত হচ্ছে তাদের রাষ্ট্রীয়ভাবে অবিলম্বে বন্ধ করা।
-
কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয়দফা দাবি অনুযায়ী রূপরেখা ও সুপারিশ বাস্তবায়ন করা।
অবরোধের সময় তেজগাঁও রুটে যান চলাচল ব্যহত হওয়ায় সড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়। কর্তৃপক্ষ বলেন, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পুলিশ পর্যাপ্ত তৎপরতা অব্যাহত রেখেছে। আন্দোলনকারীরা তাদের দাবির প্রকাশ ও আলোচনার মাধ্যমে সমাধান না মিললে আন্দোলন জোরদারের হুঁশিয়ারিও দিয়েছেন।









