সামিরা খান মাহি

সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে: মাহি

বিনোদন প্রতিবেদক

মানুষের প্রতি আস্থা, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তার ভাষায়, সময় মানুষকে একেবারেই ভিন্ন করে দিয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে মাহি লিখেছেন, “আজকাল ২৪ ঘণ্টা ভয়ে থাকি। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সমস্যার জন্য নয়; সবচেয়ে বেশি ভয় মানুষের জন্য। সময় মানুষকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা আর নেতিবাচকতা। ভালো কিছু বললে বা করলে প্রশংসার বদলে সমালোচনাই বেশি আসে।”

তিনি আরও লেখেন, “আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে কারও আনন্দ ভাগাভাগি করতে মানুষ রাজি নয়। বরং অন্যের সুখ দেখলেই বিরক্ত হয়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে প্রতিবেশী মানেই ছিল পরিবার, এখন সেখানে অপরিচিতের মতো দূরত্ব। সবচেয়ে কষ্টের বিষয় হলো—আজ মানুষ মানুষকেই ভয় পায়।”

সবশেষে মাহি প্রশ্ন তোলেন, “আমরা নিজেদের মতামত প্রকাশ করতেও ভয় পাই। কারণ জানি, শোনার বদলে কটুকথাই ফিরবে। এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল সরলতা, ভালোবাসা আর মানবিকতা?”

মাহির এই স্ট্যাটাসে তার ভক্তদের অনেকেই একমত হলেও, কেউ কেউ বিষয়টিকে হালকাভাবে নিয়েছেন। ফলে পোস্টে হাসির প্রতিক্রিয়াও দেখা যায়। এ প্রসঙ্গে মাহি মন্তব্য করেন, “কারণ ওদের জীবনটাই একটা হাহা।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *