ডাকসু নির্বাচন

ফলাফল ঘিরে থমথমে ঢাবি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ষ্টাফ রিপোর্টার

বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। তবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘিরে ক্যাম্পাসে তৈরি হয়েছে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় এলাকা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রগুলোর সামনে শিক্ষার্থীরা ফলাফলের অপেক্ষায় ভিড় জমিয়েছে। ক্যাম্পাসের পরিবেশ থমথমে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস ও আশপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে জড়ো হতে থাকেন জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা। সন্ধ্যার পর নীলক্ষেত ও শাহবাগ এলাকায়ও তাদের অবস্থান নিতে দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, “সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে, সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।”

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘ব্যর্থতা’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, “সকাল থেকে আমরা ভোটকেন্দ্রগুলোতে ঘুরেছি, কিন্তু প্রার্থীদের সঙ্গে নানা ধরনের দুর্ব্যবহার করা হয়েছে। আচরণবিধিতে অনুমতি থাকা সত্ত্বেও আমাকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, অনেক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করানো হয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *