রাজধানীর ধানমন্ডিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ের কাছে মিরপুর সড়কে এ সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সকালে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির একটি ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রথমে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে। পরে প্রতিশোধ নিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আইডিয়াল কলেজের একজনকে পিটিয়ে আহত করে। এ ঘটনার পর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা সায়েন্সল্যাব এলাকা ও আশপাশে মহড়া দিতে থাকে।
দুপুরে আইডিয়াল কলেজের ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেনশন হলের সামনে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। কিন্তু শিক্ষার্থীরা না সরলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ মিরপুর সড়কের দিকে ধাওয়া দিলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে ধাওয়া–পাল্টা ধাওয়ার মধ্যে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা এরপর গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে আশ্রয় নিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পুনরায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।









