দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভোট দিচ্ছেন।
সকাল ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও নিরিবিলি পরিবেশে ভোট প্রদান করেছেন।
রাকসুর ইতিহাসে এটাই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিষ্ঠার ৭২ বছরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ১৬ বার, যার মধ্যে ১০ বারই অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান আমলে।
এবারের নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন, এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।
রাকসুর মোট পদ ২৩টি, আর এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে অনুষ্ঠিত হচ্ছে হল সংসদ নির্বাচনও। প্রতিটি হলে ১৫টি করে মোট ২৫৫টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৬০১ জন। এর মধ্যে ১১টি ছেলেদের হলে ৪৬০ জন এবং ৬টি মেয়েদের হলে প্রার্থী সংখ্যা ১৪১ জন।
নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ জানান, বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনে ভোটগ্রহণ সম্পন্ন হবে। সব ব্যালট বাক্স সংগ্রহ করে ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে। ভোটগণনা শেষে ফলাফল জানাতে আনুমানিক ১৭ ঘণ্টা সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।
নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটগ্রহণ শুরুর পর বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।









