জুলাই সনদ এতটাই গুরুত্বপূর্ণ যে প্রয়োজন হলে কিছু ফান্ড ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি সতর্ক করে বলেন, “যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তবে আগামী নির্বাচনগুলোতেও এই রাজনৈতিক চাপ ও অনিশ্চয়তা বজায় থাকবে।”
বুধবার (২৯ অক্টোবর) সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তাহের বলেন, “নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা দিয়ে মাসের শেষের দিকে গণভোট আয়োজন করা সম্ভব। এতে জনগণের মতামত স্পষ্টভাবে জানা যাবে।”
জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, “কোনো কারণে জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে না হলেও জুলাই সনদ একটি ঐতিহাসিক দলিল, যা সবার আগে বাস্তবায়ন করা উচিত।”
তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হবে। কারণ গণভোটের মাধ্যমে জনগণ জুলাই সংস্কারের পক্ষে বা বিপক্ষে মত জানাবে, আর জাতীয় নির্বাচন হচ্ছে রাষ্ট্রক্ষমতা নির্ধারণের প্রক্রিয়া। দুটি প্রক্রিয়ার চরিত্র ভিন্ন হলেও উভয়ই গণতন্ত্র শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”








