ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার রাতটা হয়ে উঠেছিল বাংলাদেশের জন্য হতাশার এক অধ্যায়। চোখধাঁধানো ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিমের ৮৯ রানের ঝড়ো ইনিংসও শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি দলকে। ফল—ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় ও ৩–০ ব্যবধানে সিরিজ হোয়াইটওয়াশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তানজিদের দারুণ ব্যাটিংয়ে ১৪ ওভার পর্যন্ত স্কোর ছিল ৯৯/২। কিন্তু সাইফ হাসান (২৩) আউট হওয়ার পর হঠাৎই শুরু হয় ধস। শেষ ৬ ওভারে হারাতে হয় ৮ উইকেট। তানজিদের ৬২ বলে ৮৯ রানের ইনিংস ছাড়া কেউই দাঁড়াতে পারেননি—মাত্র দু’জন ব্যাটার পৌঁছাতে পেরেছেন দুই অঙ্কে।

রোমারিও শেফার্ডের দুরন্ত বোলিংয়ে তানজিদের ইনিংসের ইতি ঘটে—হোল্ডারের হাতে ধরা পড়েন তিনি। এই পেসারই দেখান দুর্দান্ত নৈপুণ্য, নেন হ্যাটট্রিকসহ ৩ উইকেট ৩৬ রানে। খারি পিয়েরে ও রোস্টন চেজ নেন দুটি করে উইকেট। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ থামে ১৫১ রানে।

লক্ষ্য তাড়ায় শুরুতে কিছুটা বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মেহেদি হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের ঘূর্ণিতে ৫২ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। কিন্তু এরপর রোস্টন চেজ ও আকিম অগাস্টের ৯১ রানের বিধ্বংসী জুটি পাল্টে দেয় ম্যাচের রূপরেখা।

২৪ বলেই অর্ধশতক তুলে নেন বাঁহাতি অগাস্টে—যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি। ২৫ বলে ৫০ রানের ইনিংসে মারেন ৫ ছক্কা ও ১ চার। অপরপ্রান্তে থাকা চেজ খেলেন ২৯ বলে ৫০ রানের পরিণত ইনিংস। দুজনই শেষ পর্যন্ত রিশাদের বলে আউট হলেও ততক্ষণে ম্যাচ অনেক দূরে গিয়েছে বাংলাদেশের নাগালের বাইরে।

রিশাদ শেষ দিকে ৩ উইকেট নিলেও ফল বদলায়নি কিছু। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৯ বল হাতে রেখেই দলকে ৫ উইকেটের জয় এনে দেন (১৬.৫ ওভারে ১৫২/৫)।

ব্যাটিং, ফিল্ডিং, এমনকি ফিটনেস—সবখানেই বাংলাদেশ ছিল ছন্দহীন। তিনটি সহজ ক্যাচ হাতছাড়া, ব্যাটিংয়ে ব্যর্থতা এবং নুরুল হাসানের ইনজুরি বাড়িয়েছে দলের চিন্তা।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি নিখুঁত সমাপ্তি—যেখানে তরুণদের উজ্জ্বল পারফরম্যান্সে ভবিষ্যতের ইঙ্গিত স্পষ্ট। অগাস্টে ও চেজের ব্যাট, আর শেফার্ডের হ্যাটট্রিক—সব মিলিয়ে ক্যারিবীয়দের প্রাপ্য গর্বের হোয়াইটওয়াশ।

ম্যাচ সংক্ষেপ
বাংলাদেশ: ১৫১ (তানজিদ ৮৯, সাইফ ২৩; শেফার্ড ৩/৩৬, পিয়েরে ২/২৩)
ওয়েস্ট ইন্ডিজ: ১৫২/৫ (চেজ ৫০, অগাস্টে ৫০; রিশাদ ৩/৪৩)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ জয়ী ৫ উইকেটে (সিরিজ ৩–০)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *