বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের দাবি

রাজধানীতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা।

আজ বুধবার (৬ আগস্ট) সকাল থেকে এ দাবি নিয়ে ঢাকা কলেজে জড়ো হতে থাকেন তারা। পরে বেলা ১১টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও অধ্যাদেশ এখনও জারি না হওয়ায় ক্ষোভ জানিয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

জানা গেছে, সকাল ১০টার পর থেকেই ঢাকা কলেজের প্রধান ফটকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। দুইশ জনের মতো শিক্ষার্থী অংশ নিয়েছেন বিক্ষোভ কর্মসূচিতে। এরপর বেলা ১১টা নাগাদ মিছিল শুরু হয় কলেজ অভ্যন্তর থেকে। মিছিলটি সায়েন্সল্যাব মোড়ে ইউটার্ন নিয়ে নীলক্ষেত হয়ে ইডেন মহিলা কলেজের সামনের সড়কে কিছু সময় অবস্থান করে আবার নিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা কলেজের মূল ফটকে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা।

তারা বলছেন, অধ্যাদেশ প্রকাশের দাবিতে এই কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছিল কয়েকদিন ধরেই। ক্যাম্পাসে পোস্টারিং, ব্যানার লাগানোসহ চলছিল প্রচারাভিযান। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে ‘সাত কলেজ’ নামে যে কাঠামোর অধীনে পড়াশোনা করেছেন, তা তাদের জন্য অবমাননাকর অভিজ্ঞতা ছিল। ‘অধিভুক্তি’ শব্দটি বৈষম্যমূলক এবং আত্মপরিচয়হীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে বলে তারা মনে করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *