প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, চলতি বছর ভোটার তালিকা হালনাগাদের সময় দেশে ২১ লাখ মৃত ভোটার শনাক্ত হয়েছে। এদের মধ্যে অনেকে অতীতে ভোট দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত সংলাপে এসব তথ্য জানান সিইসি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি কমিশনের অন্য চার কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, “ভোটার তালিকা হালনাগাদের সময় আমরা ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করেছি। এদের অনেকেই আগে ভোট দিয়ে যেতেন। এবার সেই ভুল সংশোধনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা প্রায় ১০ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে ইসি ব্যবস্থা নিচ্ছে। “আমরা চাই নির্বাচন আয়নার মতো স্বচ্ছ হোক। যারা দায়িত্ব পালন করেন—যেমন সরকারি চাকরিজীবী বা প্রবাসীরা—তাদেরও এবার ভোট দেওয়ার সুযোগ থাকবে,” যোগ করেন সিইসি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১০টায় টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এবং দুপুর আড়াইটায় প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেন।
আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করবে কমিশন।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সংলাপের প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হলেও অনেকে অংশ নেননি। সিইসি নাসির উদ্দিন জানান, “সংলাপে যে মতামতগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবে নির্বাচন কমিশন।”








