নাজমুল হোসেন শান্ত

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে আবারও ফিরলেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও শেষ পর্যন্ত বোর্ডের অনুরোধে ফের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন এই ব্যাটার।

শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, চলমান ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে শান্তই দায়িত্ব পালন করবেন।

এর মাধ্যমে আবারও তিন সংস্করণে তিন অধিনায়কের যুগে ফিরছে বাংলাদেশ—ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টিতে লিটন দাস এবং টেস্টে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

টেস্ট নেতৃত্ব নিয়ে বিসিবির মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল শান্তর পদত্যাগের পর। তিনি শ্রীলঙ্কা সফরে খেলা সর্বশেষ টেস্ট সিরিজ শেষে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। এরপর থেকে বোর্ড নতুন কাউকে নিয়োগ না দিলেও অধিনায়ক নিয়ে আলোচনা চলছিল। মিরাজ ও লিটন দুজনেই প্রয়োজনে দায়িত্ব নিতে প্রস্তুতির কথা জানিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত বোর্ড শান্তকেই ফেরাতে সক্ষম হয়।

২০২৩ সালে প্রথমবার টেস্ট দলের নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত। তার অধীনে এখন পর্যন্ত ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিসিবির ভাষ্য অনুযায়ী, তার নেতৃত্বে দল কেবল স্থিতি ও আত্মবিশ্বাসই ফিরে পায়নি, বরং লড়াইয়ের মানসিকতাতেও এসেছে স্পষ্ট উন্নতি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, “শান্তর মধ্যে আমরা টেস্ট ক্রিকেটে স্থিরতা, দায়বদ্ধতা এবং গভীর বোঝাপড়া দেখতে পেয়েছি। তার নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখাই দলের জন্য সবচেয়ে ইতিবাচক সিদ্ধান্ত।”

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই নতুন দায়িত্বে শান্তর দ্বিতীয় মেয়াদ শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *