ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ দিন আগে তুচ্ছ একটি বিষয় নিয়ে উকিল গোষ্ঠীর সদস্য সাদ্দাম আজিজ গোষ্ঠীর আক্তারকে চড় মারে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক বসলেও সমাধান না হওয়ায় রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যার পর সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে যৌথবাহিনীর সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।








