আখতার হোসেন

জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা পরিষ্কার করতে হবে

ষ্টাফ রিপোর্টার

জুলাই সনদের বাস্তবায়নে জাতির কাছে পরিষ্কার রোডম্যাপ উপস্থাপন জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, “জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হলে এর বাস্তবায়নের পথরেখা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। আমরা ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখব।”

শনিবার (২৫ অক্টোবর) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, “গত ১৭ অক্টোবরের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশ নিইনি। কারণ, আমরা মনে করি—শুধু স্বাক্ষরই আসল বিষয় নয়, এর কার্যকর বাস্তবায়নই মূল লক্ষ্য। যদি জুলাই সনদ কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অর্জন অধরাই থেকে যাবে। তাই আমরা বাস্তবায়নকেই মূল গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা কমিশনের কাছে আমাদের দাবিগুলো পুনর্ব্যক্ত করেছি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, তার খসড়া, বিষয়বস্তু ও পরিধি—সবকিছু জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। এটি জাতির সার্বভৌম ইচ্ছার প্রতিফলন হিসেবে ড. মুহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে ঘোষণা করা উচিত এবং পরবর্তী সংসদে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কারকৃত ২০২৬ সালের সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।”

এনসিপির সদস্য সচিব জানান, কমিশন জানিয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি ‘বাস্তবায়ন আদেশ’ প্রস্তুত করছে, যা দলটি একটি অগ্রগতি হিসেবে দেখছে। তবে এখনো সেই আদেশের খসড়া এনসিপির কাছে উপস্থাপন করা হয়নি, যা দলটিকে পুরোপুরি আশাবাদী হতে দিচ্ছে না।

তিনি বলেন, “আমরা চাই কমিশনের প্রণীত আদেশ যেন কোনো রাজনৈতিক চাপের মুখে কেবল একটি কাগজে-দলিলে পরিণত না হয়। এটি যেন বাস্তবায়নমুখী হয়, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি কমিশন ড্রাফট চূড়ান্ত করার আগে আমাদের সঙ্গে তা শেয়ার করবে, যাতে নিশ্চিত হয়েই আমরা জুলাই সনদে স্বাক্ষরের দিকে এগিয়ে যেতে পারি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *