খুলনায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর খালিশপুর থানার হাউজিং বাজার এলাকায় প্রকাশ্যে সবুজ খান (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নুরানি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজার করার জন্য বাড়ি থেকে বের হন সবুজ খান। পথিমধ্যে পূর্বশত্রুতার জেরে একই এলাকার ১০–১২ জন সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাত, হাঁটু ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে অভিযোগ করে বলেন, “স্থানীয় কালাম, তার স্ত্রী নাজমা বেগম, তাদের তিন ছেলে সোহেল, সুজন ও সাগরসহ আরও কয়েকজন মিলে আমার বাবার ওপর হামলা চালায়। টাকার লেনদেন নিয়ে আগে থেকেই তাদের বিরোধ ছিল। আজ তারা আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা হত্যার বদলে মৃত্যুদণ্ড চাই।”

নিহতের স্ত্রী শাহিনুর বেগম জানান, নাজমা তার ছোট বোন। পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। “ওরা আগে আমার ছেলেকে মারতে গিয়েছিল, পারেনি। আজ আমার স্বামীকে মেরে ফেলেছে,” বলেন শাহিনুর।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাজমা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *