কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কের বেহাল অবস্থা তুলে ধরে অভিনব প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবিদ্বার উপজেলার কাচিশাইর বাজারের সামনে ক্ষতিগ্রস্ত সড়কে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ করেন তিনি।
প্রতিবাদের সময় ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “এই রাস্তায় প্রতিদিন মানুষ যাতায়াত করে, দুর্ঘটনায় প্রাণও গেছে। যদি রাস্তাটা ঠিক না করা হয়, তাহলে এই রাস্তায় মাছ চাষ করুন—তাতে অন্তত মানুষ কিছু মাছ খেতে পারবে।”
তিনি আরও যোগ করেন, “দেবিদ্বারের সড়ক এমন অবস্থায় নেমে এসেছে যে, এখানে মাছ চাষের উপযোগী হয়ে গেছে। আমি মাছ ছেড়েছি, আপনারাও ছাড়ুন—দেখি তাতে কিছু হয় কি না।”
স্থানীয়রা জানান, দেবিদ্বার-চান্দিনা সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগ হিসেবে গুরুত্বপূর্ণ হলেও এখন প্রায় চলাচলের অযোগ্য। প্রায় ১৫ কিলোমিটারজুড়ে ভাঙাচোরা এই সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যা প্রতিদিনই ঘটাচ্ছে দুর্ঘটনা। ফলে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে, সড়ক সংস্কার নিয়ে একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত ওই দুই মিনিট দুই সেকেন্ডের অডিওতে হাসনাত আবদুল্লাহ ও কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার কথোপকথন শোনা যায়।
অডিওতে হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায়— “অক্টোবরের ২০ তারিখের মধ্যে দেবিদ্বারের কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না। নিউমার্কেটের দিকে রাস্তাটা ধান চাষের উপযোগী—ধান লাগাব, মাছ চাষ করব, একটা গাড়িও যেতে দেব না।”
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখনো কাজ শুরু হয়নি। তাই এমন প্রতীকী প্রতিবাদে দেবিদ্বারের জনগণের ক্ষোভ ও হতাশাই প্রকাশ পেয়েছে।








