ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনার জেরে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক আছে।
শুক্রবার সন্ধ্যায় জুলাই আন্দোলনে আহত এক যুবকের সঙ্গে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বাকবিতণ্ডা থেকে এই সংঘাতের সূত্রপাত হয়। এ ঘটনার প্রতিবাদে এনসিপি ও জুলাই আন্দোলনকারীরা মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান কর্মসূচি শুরু করে। অন্যদিকে শ্রমিকরাও দীঘারকান্দা বাইপাস এলাকায় অবস্থান নেয়। ফলে দুপুর ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশের মধ্যস্থতায় বিকেলে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়। এনসিপি নেতারা অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলে শ্রমিকরাও বিকেল সাড়ে ৪টার দিকে সড়ক ছেড়ে দেয়। কিছু বাস ঢাকাগামী রুটে ছাড়লেও বিকেল ৫টার পর ফের ইউনাইটেড ও সৌখিন এক্সপ্রেসের সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বাস মালিকদের দাবি, ঢাকার মালিক সমিতির নির্দেশে তারা বাস চলাচল বন্ধ রেখেছেন।
ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, “আইনের বাইরে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। বর্তমানে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ইউনাইটেড ও সৌখিন পরিবহন নিজেদের সিদ্ধান্তে বাস বন্ধ রেখেছে।”
জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “এনসিপির দাবি অনুযায়ী কিছু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে গাড়ি জব্দ করা আদালতের অনুমতি ছাড়া সম্ভব নয়। ঢাকার মালিক সমিতি বিষয়টি মানতে না পারায় তারা মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে বাস বন্ধ করেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”









