আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর। তবে মেজর জেনারেল কবীর আহাম্মদকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা তিনটি মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরে (লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট), আর ১৫ জন বর্তমানে কর্মরত।
চার্জশিট দাখিলের পর গত ৮ অক্টোবর এলপিআর ও চাকরিরত কর্মকর্তাদের সেনাসদরে সংযুক্ত করা হয় এবং ৯ অক্টোবরের মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন উপস্থিত হয়েছেন এবং বর্তমানে তারা সেনাসদরের হেফাজতে আছেন।
মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, “মেজর জেনারেল কবীর আহাম্মদ ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হেফাজতে থাকা কর্মকর্তারা বর্তমানে পরিবারের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং মামলার অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









