ভারতে রক্ষীকে পিটিয়ে কারাগার থেকে পালালেন বাংলাদেশি বন্দি

আজাদ নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরায় বাংলাদেশিসহ ছয় বন্দি কারাগার থেকে পালিয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালিকাপুর সাব-জেলে এ ঘটনা ঘটে।

কারা কর্তৃপক্ষ জানায়, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, বাকি পাঁচজনের মামলা চলমান। এদের মধ্যে বাংলাদেশের নারায়ণ চন্দ্র দত্ত আছেন, যিনি জাল কাগজপত্র রাখার অভিযোগে আটক ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েক বন্দি মিলে কারারক্ষীকে আক্রমণ করে এবং গেট খুলে পালিয়ে যায়। এসময় এক কারারক্ষী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

পালিয়ে যাওয়া ছয় বন্দির মধ্যে একজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাকি পাঁচজনকে ধরতে অভিযান চলছে।

ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। বিএসএফসহ আশপাশের থানাগুলোকে সতর্ক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *